
গুচ্ছ কবিতা
গুচ্ছ কবিতা
-মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
গোপন পসরা
অন্ধকারে নামলেই স্বপ্ন টেনে নেয়
প্রতীকি আগুনের দিকে
আয়ূ জড়িয়ে বাঁচে স্বীকৃত দুঃখগাছ
বেদনা আঁকা নদী পাহারা দেয় নির্ঘুম মেঘ
চাঁদ গলে
ফোঁটা ফোঁটা জল
খসে পড়ে
ঢেউঝরা ঠোঁটে
তৃষ্ণায় পোড়ে হৃদয়ের গান
আমার স্মৃতিরা স্পর্শ করে
কুহেলি ভোর
মনের সিঁড়িতে সাজায় গোপন পসরা…।
ভাঙাগড়ার জবানবন্দি
কংক্রিট দীক্ষা নেয় পাথরের কাছে
কিভাবে রুদ্ধ করে দেয়া যায়
রেললাইনের সমবেত লোহা চাপা
চারদশকী পাথর; বেদনার মুচকি হেসে বলে
ওরে কংক্রিট! সহোদর আমার!
আর্তনাদে পোড়া নদী
দীর্ঘশ্বাসের পাহাড়
অথবা দেখেছো কী তুমি
হলুদ রাঙা ছাউনির আন্তঃনগর জংশন?
সবখানেই তো নিজেকে ভাঙাই
আদি-অন্ত্যে দুঃখ গোছাবো বলে!
উত্তরের খাসিয়া-মেঘালয় পর্বতে
বোমাঘাতে ভেঙে হই ছাতকী সিমেন্ট
সুরমা তীরে;
চুল্লির উনুনে পোড়ালে হই চুনা
উজানি নদীর জলস্রোতে হই
বিলাসি-পাথর
ক্রাসার মেশিনে ভাঙলে হই
পিচঢালা পথ, বহুতল দালানকোঠা
আর-ও কত
বাউলের গানবাধা মরমী ঘাট
এভাবে জন্ম থেকেই ভাঙছি
ভাঙতে ভাঙতে পেয়েছি
ভাঙনবিলাসি আয়ূ
ভেঙে ভেঙেই তো গড়ছি স্বপ্ন-রোজকার
আর ভাঙা-গড়ার যাঁতাকলে থেকেও
জীবনের উপত্যকায়
রুয়ে যাই একেকটা ‘স্বপ্নগাছ’…।
বৃষ্টিস্নাত বেদনা
মেঘ জমেছে নিদাঘবেলায়
অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে
কখন নামবে বৃষ্টি; ভিজবে আমার ওষ্ঠ
ফেরারি ঢেউ উছলে ওঠে মনের শয্যায়
সুনসান নীরবতায় সুবর্ণসন্ধ্যা
হঠাৎ ভেঙে পড়লো আকাশ
টাপুরটুপুর শব্দেরা জড়ো হলো
ভাবনার বৃক্ষতলে
বৃষ্টির ঘ্রাণে মোহিত মৃত্তিকা
আলো-ছায়ায় ভেজা সবুজ পাতায়
প্রিয় শব্দমালার স্পর্শ পেতে
আমি ব্যাকুল হয়ে আছি
উষ্ণ বাতাস এসে বলে গ্যালো;
তুমুল বৃষ্টি রাতে—
মেঘের ডানায় ভেসে
একাকী কবিতা আসবে চোখের পাতায়
সেই তো—
সে সন্ধ্যা থেকে বয়ে গ্যালো উতাল হাওয়া
কবিতা; শুধু তোমাকে আঁকবো বলে
রঙ মাখালাম ক্যানভাসে
শব্দহীন তুলির টানে; তীব্র প্রেমে
ঝড়ো বৃষ্টির ঝাপটায় ধুয়ে গ্যালো রঙ
ভিজে গেলো অপেক্ষার বেদনা…।
স্বপ্নে ফোটাও প্রেম
থেকো না তুমি আর অতোটা বেশি দূরে
ফিরে এসো অভিমানী শালিক
অনুক্ত বেদনার শোক কাটিয়ে
কবিতার মুখোমুখি হও; স্বপ্নে ফোটাও প্রেম
কামনার চুম্বন এঁকে ঢেউভাঙা ঠোঁটে
বসন্ত সারঙ্গী উছলে ওঠে বিরহের শয্যায়…।
চক্রব্যূহের ঢেউ
হৃদয়ের অভিকর্ষে কোন সে অশনি সংকেত?
ঠোঁটের সমুদ্রে জেগে ওঠেছে
বেদনা বিশ্রুত অন্তরীপ
ব্রহ্মাণ্ড কোলাহলে;
বেসুরো ভায়োলিন তানধরায়
ক্রমশঃ ধেয়ে আসছে নওতাপ ঝড়
রক্তে কষায়িত জিহবার লেলিহানে
ভূমধ্যসাগর তীরে ঝরে
নিরীহ পাখিদের গলিত নিঃশ্বাস
চক্রব্যূহের ঢেউ প্রবাহে—তরঙ্গমুখর নদী
স্রোতদহনে পোড়ে
ক্রমেই পুড়ে পুড়ে হচ্ছে খাক পাথুরে লাভা
পৃথিবীও অগত্যা ভুলে যেতে বসেছে
প্রেমশক্তির গাণিতিক হিসাব
অনন্ত বিরহে; কাটফাটা ঠোঁটে ফিরে
দুঃস্বপ্নের ঢেউ, আর—
স্রোত-সেদ্ধ নদী পাঠ নেয় মেঘগাহনের পুরাণ…।
গুচ্ছ কবিতা – মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
রচনা – ১৪.০৬.২০২৪
সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলছি, আপনার লেখা তখুনি জনপ্রিয়তা পাবে বা ভিউ বাড়বে যখন আপনি অন্যের লেখা পাঠ করবেন এবং মন্তব্য করবেন। যেরুপ অন্যান্য সোশাল মিডিয়াতে করে থাকেন। ব্লগে যতো বেশি মন্তব্য করবেন, উত্তর দিবেন, ততো বেশি Google Search এ আপনার কন্টেন্ট পাওয়া যাবে। অন্যান্য সোশাল মিডিয়া থেকে ব্লগিং এর ক্ষেত্রে যা অনেক সহজ। আশা করি বিষয়টি সকল ক্রিয়েটরগন মাথায় রাখবেন।