
ফেলে গেছে মন
হিমেল জ্যোছনার বারিধারায় ডুবেছে যে
নৈঃশব্দের চষে রাখা শুকনো ঢেলার মাঠ
যে একাকীত্ব ধোঁয়ার মতোন শূন্যে মিলায় এই পথে
সেখানেই নিয়েছিলাম তোমাকে হারানোর পাঠ
প্রিয়তমা, নিঃসঙ্গতার এই আরাধনা হতে!
বিন্দাস কুয়াশার দলাদলি শেষে
পথের দিকে তাকানো যে ঝাপসা গাঁয়ের সারি
নক্ষত্রের ফুলেল আকাশ যেন কানে কানে এসে
শব্দহীন মমতায় গেয়ে যায় দ্যোতনার জারি
আবছা অন্ধকারে সে গেছে ভেসে…
চেতনার সীমান্ত ছেড়ে চিরতরে একাকী সে নারী!
বৈশাখী নাম তার? কোন এক চিত্রার
পথভোলা সইয়ের মতন
ফেলে গেছে বেখায়ালে পথের শূন্যতায় তার
পরিযায়ী সবটুকু মন!
Subscribe
Login
0 Comments