
রূপক রক্ষাকবচ
রূপক রক্ষাকবচ
মাঠের কাছে যে শালিক আত্নহত্যার চেয়েছে সনদ
তার ভেতরেরও জীবনের তৃষ্ণা দেখেছি আমি
পাথুরে বিষন্নতা ঘুরে আসা পথ–
বেলে পাথরের স্তরে হারিয়ে যাওয়া চোখ
সঙ্গমরত মৌমাছির হৃদয়েও দেখেছি আমি
ঠিকে থাকার এক অদম্য তিয়াস!
যে সব বিস্মৃত স্বপ্ন হৃদয়ের সুপ্রাচীন মর্গে
স্তরীভূত হয়ে গড়েছে আজকের অনুভূতির বেদী
তাদের স্বাতন্ত্রের রমরমা কৌলীন্যে
আমি দেখেছি ধ্রুপদী এক চারুকলা।
পরাজয়ের পরতে পরতে বিরল যে
সাফল্যের বিন্দুকণা অনুভব,
মৃত্যুর বহরে অনুজীবের যে মহড়া
তার কাছে সভ্যতা নিয়েছে তার উচ্চাঙ্গশপথ।
বৈরীতার ছায়াবেণী বেয়ে ধ্বংশের চুড়ায়
ক্রমাগত আরোহী যে জৈবিক কর্মযজ্ঞ
পুরনো সভ্যতার হাড্ডিসার চেতনা,
তার কড়ে আঙুলেও দেখেছি আমি
অবিনাশী সাফল্যের মন্ত্রপুত এক অকার্যকর
রূপক রক্ষাকবচের বিলুপ্ত কঙ্কাল!
[…] নিবর পথে থমকে দাঁড়ায় যদি জীবনের মানেপরাজয় হয়ে উঠে অমোঘ প্রমত্ততা, ঝরে যায় […]