
আমার দেখা স্বপ্নগুলো
Updated on May 22, 2025
আমার দেখা স্বপ্নগুলো
দিনের আলোয় হারিয়ে যায়,
মেঘের সাথে যায় সে চলে
নিলীমার শেষ-সীমানায়।
হাসি ঝরা মুখে আমায়
দিনের আলোয় সে কাঁদায়,
নিঝুম রাতে ফিরে আবার
দুই চোখেরি আঙ্গিনায়।
এমনি করেই চলছে জীবন
কাটছে মাস-বছর,
স্বপ্নগুলোর যন্ত্রনাতে
পাইনা অবসর।
প্রতি রাতেই স্বপ্ন দেখি। ভালোবাসার স্বপ্ন, সুন্দরের স্বপ্ন, সুখের স্বপ্ন, বেঁচে থাকার স্বপ্ন। আশায় বাঁধি বুক। এই বুঝি স্বপ্নগুলো বাস্তব হবে। হয় না, দিনের আলোয় তা মিছে হয়ে যায়। কষ্ট পাই। দিন পেরিয়ে আবার আসে রাত..। রাত ভরে আবার স্বপ্নের জাল বুনি। আবার হারিয়ে যায়। এভাবেই চলছে দিন, মাস, বছর, বছরের পর বছর..।
Subscribe
Login
0 Comments