
চুম্বনের ঢেউ
চুম্বনের ঢেউ
জলজ্যোৎস্না নামে—
নদী গায়
মেঘ নত হয় সুরে
নিঃশ্বাস ডানা মেলে
বৃষ্টির চুম্বনে
জেগে ওঠে ঢেউ
আকাশ গলে গান হয়
তুমি ছিলে?
ছিলে, শব্দবীজে—
নিসর্গ-নামহীন
ভেসে থাকা অনুরণন
কবিতার ছায়া
উপমার গভীরে গ্রামহীন স্তব্ধতা…

Subscribe
Login
0 Comments