
প্রবাহিত রক্ত
রক্তের মধ্যে প্রবাহিত করছে
তোমার আদর্শ নৈতিকতার মান
দেখো শুধু তাহলেই খুঁজে পাবে
তোমার প্রাণপূর্ণ নেতার ছবি;
যে তোমাকে দিয়েছে স্বাধীনতা-
রহো রহো স্বপ্ন দেখছো, বুনছো
ছুঁয়ে যাচ্ছে শিশির ভেজা প্রভাত;
তুমি এক প্রেমিক থেকেই সৈনিক!
চিরস্থায়ী তোমার দেহ নয়- এসো
ভাল কাজে রাখি প্রবাহিত রক্ত দাম।
১৮-৫-২৫
Subscribe
Login
0 Comments