
মুখোশের মৌনতা
স্মৃতি
হেমন্তের পাতায় সযত্নে মোড়া এক চিঠি,
পাঠকহীন থেকেও কাঁপে প্রেমে।
অভিনব
ভালোবাসার নতুন সংজ্ঞা—
জলরঙে আঁকা প্রতিশ্রুতি।
ছলনা
চোখ রাখে চোখে,
আর আড়ালে লিখে অনুপস্থিতির খতিয়ান।
স্থায়িত্ব
দেয়ালের ফাটলে লুকিয়ে থাকে,
ভাঙার আগেই মিথ্যে হয়েছিল।
সাময়িকতা
বৃষ্টির ফোঁটা, ঠোঁটে নামার আগে
নাম ভুলে যায় যাকে ছুঁতে চেয়েছিল।
প্রতীক্ষা
একটা চুম্বন থেমে থাকে
ভোরের ঠিক আধঘুমে,
যেন উপন্যাসের মাঝখানে হঠাৎ পাতাহীনতা।
Subscribe
Login
0 Comments