
বাবা মায়ের জন্য দোয়া-২
বাবা মায়ের জন্য দোয়া-২ : জন্মদাতা বাবা-মার জন্য প্রতিনিয়ত আমাদের (সন্তানদের) দু’হাত তুলে দোয়া করা উচিত। ইবরাহীম (আঃ) এই দু’আ তখন করেছিলেন যখন তাঁর কাছে স্বীয় পিতা আযর এর ব্যাপারে আল্লাহর দুশমন হওয়ার কথা প্রকাশ পায়নি। যখন প্রকাশ পেয়ে গেল যে, তাঁর পিতা আল্লাহর দুশমন, তখন তিনি সম্পর্কছিন্নতা ব্যক্ত করলেন। কেননা যতই নিকটাত্মীয় হোক না কেন, মুশরিকদের জন্য (ক্ষমা প্রার্থনার) দু’আ করা বৈধ নয়।
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ
উচ্চারণ : ‘রাব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’
অর্থ : ‘হে আমাদের রব! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার বাবা-মাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দেবেন।’ (সুরা ইবরাহিম : আয়াত ৪১)
হে আল্লাহ্ বাবা-মায়ের জন্য সেবা শুশ্রুষা কিছুইতো করতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দাও অন্ধকার কবরে শায়িত আমার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাকে।
আজ থেকে বাবা মায়ের জন্য দোয়া করা হোক আমাদের প্রতিদিনকার একটি বাধ্যতামূলক রুটিন মাফিক কাজ। আল্লাহ আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন!