
তুমিই নজরুল
চোখের ভাষায় বিদ্রোহী
পায়ে হাঁটের নাম পথযাত্রী
ন্যায়ের মেঘে চল ভাসী, নয়
অন্যায় শিক্ষেয়েছো তুমি বিদ্রোহী;
দেখিয়েছো মুক্তির অগ্নিপথ
রেখেছি স্মরণ তুমি নজরুল
জাতীয়তাই আমরা মশগুল-
হারবো না তোমার সাম্যের গান
হই না শ্মশান- এ সময় সমাহার
শুধু মুত্যুঞ্জয়ী তুমিই নজরুল!
১৯-৫-২৫
Subscribe
Login
0 Comments