
ঢেউ ভাঙে ফেরারি লিরিক
ভাঙা তরঙ্গে জমে থাকা সুর
সময়ের নোনা মেঘে ধুয়ে যায়—
একেকটি গান, একেকটি দীর্ঘশ্বাস!
স্নিগ্ধ সন্ধ্যার নিঃশব্দ বুকে
ভাসে কোনো এক প্রণয়ের নামতা
তুমি ছিলে, ছিলে না—
এই দ্বৈতস্মৃতি জাগায় ছায়া
আলোর নিচে ঢেউয়ের মতো কাঁপে
কোনো এক নামহীন অভিমান
জোৎস্না ফুঁড়ে খুঁজি
তোমার রেখে যাওয়া শব্দের ঢেউ
কিন্তু তুমি তো সুরের ভেতরও নিঃশব্দ—
ঢেউ ভাঙে, ফেরারি লিরিক
তবু শব্দেরা ফিরে চায়
তোমার নিঃশ্বাসে লেখা শেষ কবিতা।
Subscribe
Login
0 Comments