
প্রত্যাবর্তনের পূর্বাভাষ – মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
প্রত্যাবর্তনের পূর্বাভাষ
ওরে শাশ্বত পঙ্ক্তি—
ফিরে আয়… অন্তর্লীন নির্জনে।
ভাষাহীন ছায়ায়—
বসন্তের দৃশ্যচ্যুতি গুটিয়ে রাখে
প্রেমের অতলান্ত চিত্রকল্প।
পেছনে পড়ে থাকে—
সেলাই করা অন্ধকার,
মলিন ব্যাকরণ…
ভিজে থাকে শব্দ,
অথচ উচ্চারণ?
অচেনা,
অস্তিত্বহীন কোনো আলোর মতো…
কাব্যমগ্ন চেতনায় দুলুক
অনন্ত প্রেম—
যেখানে বর্ণমালা আর শুধু ধ্বনি নয়,
সেগুলি বদলে যায়…
যেমন নদী বদলায় নাম,
গন্ধহীন বৃষ্টিতে বদলে যায়
দিগন্তের স্তব্ধতা।
শুশ্রূষাহীন নদীর কোলাহলে
জেগে থাকে—
স্মৃতিহীনতায় বুঁদ শব্দেরা,
এখানে,
বিষণ্ণতার ঝঞ্ঝাও—
একটি পুনরাবৃত্ত ছায়াপথ মাত্র।
তুমি যদি ফিরে আসো—
মরমী বর্ষার ঢেউয়ের সারোদের পেছনে,
জেনো—
এ কাব্য আর প্রেম নয়,
এ এক…
পুনঃসংযোজিত নির্বাক আত্মপট।

শিল্পী আর করিম এর পেন্সিলে আঁকা মুহাম্মদ হাবিবুল্লাহ হেলালী
এই অল্প সময়ে ভুমিষ্ট হওয়া বলছি শুনো’তে চমৎকার চমৎকার কবিতা, আর্টিকেল পাবলিশ হচ্ছে। সকল লেখককে বলছি শুনোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। চমৎকার সব কবিতা, মুক্তমত, বাংলায় উক্তিতে ভালো, মন্দ নিয়ে বেশী বেশী কমেন্ট করুন। উৎসাহিত করুন সকল সন্মানিত কবি ও লেখকদের। তর্ক বিতর্কে বের করে আনুন প্রতিটি আর্টিকেলের অন্তর্নিহিত ভাবধারাভালো থাকুক দেশকে ভালোবাসার সকল কবি ও লেখকরা । তারা ভালো থাকলেই এগিয়ে যাবে আমার দেশ, সৃষ্টি হবে সুশিক্ষায় শিক্ষিত আলোকিত নতুন এক প্রজন্ম।
স্যালুট সকল কবি ও লেখকদের।।