বোধের দংশন

১.
মানবরুপি দেখতে আমরা
মানু্ষের পেটেই জন্ম,
হিংস্র পশুর মতোই যেনো
আমাদের সব কর্ম।

মনুষত্ব পায়ের তলায়
করে ফেলেছি পিষ্ট,
সেই হিংস্র পশু পাখিই আজ
মানবের চাইতে উৎকৃষ্ট।

২.
লাজ শরমের মাথা আজ
খেয়ে ফেলেছি গিলে,
আমরা যে শ্রেষ্ট মানুষ
গিয়েছি ভুলে।

অশ্লীলতা, যৌনতা,
বিশ্রি কথার ঝাল,
সোশাল মিডিয়ায় পোষ্ট করে
হচ্ছি যে ভাইরাল।

৪.
কথার ঝুড়ি আউরে করি
সোশাল মিডিয়া গরম,
মুর্খ আজ হইছে জ্ঞানি
ভুলছে লাজ শরম।

যার মুখে যা সাজেনা
দিচ্ছে সে তাই পোষ্ট,
ভিউ, ফলোয়ার দরকার তার
করছে সে তাই বুষ্ট।

শাকে জাউয়ে মিলে সব
হচ্ছে যে গোবর,
সোশাল মিডিয়ায় দিচ্ছে তুলে
লোটা বদনার খবর।

৫.
স্কুল কলেজ ভার্সিটিতে
ক্লাসের কোনো খবর নাই,
জুমে বসে রাত বারোটায়
চলছে ক্লাস হর-হামেশাই।

গ্রুপে দিচ্ছে পিডিএফ
বাল ছাল সব ছাইভস্ম,
মাছুম ছাত্র ছাত্রী হচ্ছে
মেধাহীন, নি:স্ব।

৬.
মানুষ আমরা ব্যস্ত ভিষন
অর্থ খুঁজি অর্থ,
ভুলে গেছি বাপ মা ভাই বোন
ভুলেছি সব সম্পর্ক।

মায়া মমতা ভালোবাসা
দিয়েছি চিতায় পুড়িয়ে,
আমার আমিকে জিইয়ে রেখেছি
ভালোবাসা দিয়ে মুড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *