কবির আর্তনাদ এ যেন প্রতিটি মানুষের বিবেক নাড়া দেয়া এক কলমের আঁচড়। কবির হৃদয়ের মাতম যেন সমগ্র জাতীর হৃদয়ের হাহাকার।
কবিরা সমাজ-সংসার, জাতী-জাতীয়তার প্রচার-প্রশারে, মানবতা-ধর্ম উন্নয়নের এক সচেতন বহুমুখী কর্মকার। তারা ঘুনে ধরা সমাজ ভাঙ্গে, উন্নততর সমাজ গড়ে, তারা অধর্মের প্রতিবাদ করে, ধর্মের সুশীতল বানী প্রচার করে। তারাই সমাজের বিবেক। আজ সেই কবির কথা মূল্যহীন, কবির বানী আজ ষ্টীম রোলারে পিষ্ট। কবি আজ নিঃস্ব, কবি সর্বশান্ত। তাই কবির আর্তনাদ ভেসে বেড়ায় আকাশে বাতাসে, সর্বত্র, সর্বখানে।
কবির আর্তনাদ
-শওকত আকবার
অসত্যের হুলিখেলায় মেতেছে জাতি,
সত্য কাঁদে গুমড়ে,
দাঁত কেলিয়ে হাসে শয়তান,
মানবতা রক্তাক্ত হয়-
তার বিষাক্ত কামড়ে।
আদম আমরা শ্রেষ্ট জাতি
ভুলে গেছি আজ,
শয়তান আমাদের শোষন করছে
চলছে তাহারি রাজ।
মানবের সুরতে আসলে আমরা
শয়তানেরি চেলা,
শয়তান আমাদের যেভাবে খেলায়
সেভাবেই করি খেলা।
বোধের কারিগর সুইসাইড করেছে
বহু বছর গত,
বোধহীন মনুষ্যকুল শয়তানের পায়ে
সেজদায় অবনত।
প্রেম প্রিতী ভালবাসা
ছেড়ে গেছে প্রিথিবি,
কবিতাও গিয়াছে বনবাসে তাই
মাথা ঠুকে যে কবি।
রাগ করোনা ওগো প্রভু
দেখিওনা তোমার জেদ,
তোমার কৃপার জল দিয়ে ধোও
আমাদের সকল ক্লেদ।
ক্ষমা চাহি তোমারি কাছে
দুহাত তুলিয়া তাই,
তুমি ছাড়া শান্তির সুধা
দেবারতো কেউ নাই।

কবির আর্তনাদ আজ শুনবার কেউ নাই। তাই কবির কবিতাও হারিয়ে গেছে অজানায়। অসত্যের অট্রহাসিতে ভয়ার্ত সমাজ, দেশ, জাতী। মানবতা, ধর্ম পলাতক।
