বেওয়ারিশ লাশ
খুলে গেছে কলম ধরা হাত
ঠোঁটে ঠোঁটে আওড়ানো মরণে
পদধূলি হয়ে বেঁচে গেছে চমন বাহার
আগামী অনিশ্চয়তায় আমাদের ডেকো
উপবাসী পেটে গিলে নেব
কায়েমীর সব বিষ্ফোরিত বুলেট–
আপাতত বাতাসের আগাটুকু কেটে
নিয়ে নাও কাঁদি কাঁদি স্বার্থের কুপন।
যে পতাকায় নাগরিক অধিকারের কথা
রক্তের ফিনকি গিলে গিলে
ফেলে দিয়েছে বেওয়ারিশ লাশ
যত্নে লিখে নি মহাকাল
সে পতাকা কোনদিনই
আমাদের নয়।
Subscribe
Login
0 Comments