
ভালোবাসার কবিতা
ভালোবাসার কবিতা
– তোমার মত ফুল
তোমার মত সুবাসিত ফুল
অলক্ষ্যেই ফুটিয়েছে শূন্যতার স্বরলিপি
তোমার মত সুবাসিত ফুল
আকাশের কোলঘেঁষা কোন এক শ্রান্ত জলপিপি।
রূপসী শরৎ মেঘ থেকে মাঠে
মনের বনেও শিহরণ উঠে ঝিরিঝিরি
সবুজের জলছবি বাতাসের শুদ্ধস্বরে
কেশর দুলিয়ে নাচে আনমনা সবুজের সিঁড়ি
তোমার মত সুবাসিত ফুল
দৃশ্যকানা জলাভূমিতেও ফোটে
আগাম হেমন্তী কোন শিশিরভেজা চোখ
বিশাখার ঘ্রাণ নিয়েও আসে অস্ফুটে!
– একটি অবচেতন পাখি
হাত ছুঁয়ে চলে যায় মায়াবী বাতাস
তারাদের সাথে বুঝি ঘুমিয়েছে সে!
এমন আরাধ্য মরণ উঁকি মেরে তাকিয়ে
ফের গলে গেছে কোন সকরুণ বিষে!
সপ্তডানা দিন নিভৃতে উড়ছে একাকিনী
রোগশয্যার অবিরাম জ্যোছনার ভেতর
আরো আরো উড়ে যাক পৃথিবীর নদী-মাঠ
বৈশাখীর শোক-রাঙা তপস্যার ঘর!
নিঃসঙ্গতার এই মধুর বর্ণালী আকাশের কোলে
জ্বলে উঠে নিভে যায় গভীর অন্ধকারে
একটি অবচেতন পাখি আরো দূরে উড়ে যায়
আরো দূর আরো দূর– গভীর… পরপারে!
– তোমাকে রেখেছি আমি
সলাজ কোন এক সাঁজবাতির পাশে
পৌষের তারাভরা রাতের কোলাজে
তোমাকে রেখেছি আমি
স্মৃতিমেদুর কবরের বিশালতা-ঘাসে!
নিশীথের ডাকের মতো তেড়ে আসে অন্ধকার
পিলপিলে মূর্ছনার গভীর বিভ্রমে
এখনো নরসুন্দা নদী শুয়ে আছে কুঁড়ে তার
ষোড়শী বালিকার রূপালী আভা আছে জমে
তোমাকে রেখেছি আমি সারিকার সারগামে
রূপবন্তি বোধছোঁয়া ফুটে থাকা ফুলে
তোমাকে রেখেছি আমি আমারই অবশেষে
বিফল সব কৃতকর্মে —
অনভ্যস্ততায় সব করে রাখা ভুলে।