
পাষাণ-প্রেমের পিক্সেলরাগ
পাষাণ-প্রেমের পিক্সেলরাগ
– মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ডিজিটাল জলোচ্ছ্বাসে —
গেরুয়া তট।
লোকগাথার মেদুরতা —
মুছে নেয়া ড্রাইভ।
প্রেম — এক খর বাউল,
ফিঙ্গারপ্রিন্টে বন্দী —
শূন্যতার বাঁশি বাজায়।
ডিজিটাল কুন্ডলিনী —
উঠে আসে বুকে।
তবু কারও কলমে ছুঁই না…
তুমি হয়তো শুধু —
একটি ভিজ্যুয়াল কবির
পিক্সেল-চিতা,
ধোঁয়ার উপমা…
যেখানে ‘ডিলিট’ মানেই —
প্রত্যক্ষের
অনন্ত নির্বাসন…।
Pixel-Rāga of Stonebound Love
Written By : Muhammad Habibullah Helali
Translated by : Asish Rahman
In the deluge of data—
saffron shores drown.
Folk-ballads fade,
erased from memory drives.
Love—a parched minstrel,
plays a hollow flute
trapped in fingerprint scans.
A digital Kundalini
rises to the chest—
yet no poet’s ink
dares touch your name.
You are, perhaps,
a funeral pyre of pixels,
a metaphor of smoke
in a virtual bard’s silence—
where delete
is but
exile from all immediacy.
সুন্দর এক আনন্দ চিৎকার কবি দা
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
[…] জানো?তুমি কি জানো,একাকিত্ব কিভাবে পিক্সেল হয়ে ওঠে—স্পর্শহীন, অথচ […]