
টইটম্বুর
নীল আকাশে বুকে ছবি দেখি
পূণিমা রাতে বেদনায় আঁখি;
মাটির তার মমতার পরস-
অহমিকায় শুকে দিলো বালুচর
তবু উড়ে ফিরে কৃষ্ণ পাখি-
সে রাখলো না খবরাখবর ফাঁকি;
আকাশটার শুধু মেঘলা মন
সারা বছর টইটম্বুর আষাঢ় শ্রাবণ;
খরা বন্যায় যেনো প্রণয় কাঁদে
ফাল্গুন শুধু রেয়ে গেলো ধর্মশখে।
২৫-৫-২৫
Subscribe
Login
0 Comments