
শান্তি পাবে
শান্তি পাবে
যে চোখ দেখে না অন্যকিছু-
সে চোখ স্বৈরাচার- ফ্যাসিস্ট;
যে মন অন্যকিছু শ্রদ্ধা করে না
সে রাস্ট্রদ্রোহি- অবুঝ দলকানা;
চোখ মন কে ভালবাসা শেখাও-
শ্রদ্ধা করা বুঝাও আর যদি না পারো
তাহলে তুমি শুধু ইবলিশ শয়তান-
যে খাতায় নাম লেখেছো মুছে ফেলো
সরে এসো- একটা ভাল কাজ করো-
শান্তি পাবে চোখ- মন আর দেহ।
২২-৫-২৫
“চোখ মন কে ভালবাসা শেখাও” চমৎকার উদ্ধৃতি।
কৃতজ্ঞতা কবি শওকত দা