হাওর জলে উল্টে চাঁদের কলস
কুঁয়াশার ঘরে
ঘুমায় এক প্রশ্ন—
ভাটির সুরে
ডাকে কি ভোরের জোনাক?
হাওরের জলে
চাঁদের কলস উলটে যায়,
আলোর খোঁজে
ভেসে চলে নিঃসঙ্গ পালতোলা।
ধানখেত জাগে
পায়ের শব্দে নরম,
তবু ভাঙা সাঁকো
থামিয়ে রাখে সকাল…।
Subscribe
Login
0 Comments