”অন্যের কাজের প্রাপ্য প্রশংসা নিজের কাধে নিবেন না। এতে হয়তো সাময়িক বাহবা পাবেন। কিন্তু বেশিদূর এগুতে পারবেন না; যে কোনো মুহুর্তে পা পিছলে পরে যেতে পারেন। কারো প্রাপ্য প্রশংসা কেউ কেড়ে বেশিদূর এগুতে পারেনি – ইতিহাস তাই বলে” – মোহাম্মদ শওকত আকবার
লিখতে ও পড়তে ভালোবাসি। আমার ছোটো জ্ঞানে যা ধরে তাই লিখার চেষ্টা করি।