অন্ধকার স্বপ্ন

অন্ধকার স্বপ্ন
সরকার আলমগীর
ঘর বন্দি আকাশটা কবিতাহীন বর্ণ
ইচ্ছে করলেই শুধু ছোঁয়া যায় না-
মনের রাগ সে তো সমুদ্রের ঢেউ!
মনেই চাইলেই ভাঙ্গা যায় সবকিছু
মৃত্যুর উপত্যকায় বসে- স্বপ্ন দেখা
মানে লজ্জাহীন চোখের রাত- রাত;
বাসর গুণে মহাসাগর জল- জল
তবু কি কবিতা চায় অপবিত্র মন?
বর্ণ ছুঁয়ে আসবে না আর পবিত্র কবিতা
ঘর বন্দি আত্মাই অন্ধকার স্বপ্ন।
২-৬-২৫
Subscribe
Login
0 Comments



