
বোধের ঘোড়ায় চড়ে
বোধের ঘোড়ায় চড়ে
পাতাঝরা বিকেলে হাওয়ার হাত ধরে আসা নারী
কোন এক শারমিনের উদাস চঞ্চল আঁচল
একদিন বেয়ে এসে নদীতট পাহাড়ের সবুজ খামে
আমাকে দিয়েছিল তার হৃদয়ের মালবিকা অন্তর।
তখন জারুল ফোটে, তখন বৈশাখী মূর্ছনায়
বুকের ভেতর এক সচল অতীত হাত ধরে
নিয়ে যায় কোন এক বিশাখার মোহে বাঁধা
অচেনা কোন এক নবনি প্রেমের সমাধি মর্মরে।
স্মৃতিঘুম আসে, আযানের শব্দে দিশা পায় ক্লান্ত
বিমোহিত অনুভবে জেগে থাকা এক পৌরাণিক দিন
সময়ের ধূসর বাতুলতা বেয়ে আবার ফিরে যাই
প্রেমান্ধতার কোন এক শিলালিপির হাত ধরে
বোধের ঘোড়ায় চড়ে মুছে যাওয়া কোন এক
অন্তর্লীন গভীর নিঃসঙ্গতার প্রত্ননগরে…
চোখ ভরে অমূল্য পাথরের মতো খেলা করতে থাকে
কোন এক দ্রাঘিমার চঞ্চল বালিকা শারমিন।
সুন্দর কবি