
যেমন কর্ম তেমন ফল
যেমন কর্ম তেমন ফল
সুদীর্ঘ ১৭ বছর গুম, খুন আর মিথ্যে মামলা, হামলার মাধ্যমে কেড়ে নেয়া বাংগালীর বাকস্বাধীনতার কর্মকার আম্লিকের ভাগ্যের আকাশেও নেমে এলো ঘোর অমানিশা। বন্ধ করা হলো তাদের রাজনৈতিক বাকশক্তি। পদ্মা নদিতে টুপ করে ফেলে দেয়া লরিয়েট ইউনুস সরকার বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীকে বিশেষ চমক দেখালেন।
জনরোষে দেশ ত্যাগ করলো ফ্যাসিবাদ ক্ষমতাধর আম্লিক সরকার প্রধানসহ হেভিওয়েট লড়াকু এমপি মন্ত্রীরা। রেখে গেলো তাদের হাতে গড়া আয়না ঘর আর তাদের ভালোবাসার ভয়াবহ সন্ত্রাসী সংগঠন আম্লিক।
যুগে যুগে ফ্যাসিবাদ সরকারের প্রধানগন জনরোষে দেশান্তরী হয়েছে বা নির্বাসিত হয়েছে বা নৃশংশভাবে খুন হয়েছে। এটাই যেন বিধাতার অলিখিত এক বিধান।
মানুষের কর্মের উপর নির্ভর করে তার ফলাফল। আমরা যেমন কর্ম করবো তেমনই ফল ভোগ করতে হবে। যেমন কর্ম, তেমন ফল। আম্লিক সরকারও তাই ভোগ করছে।
ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে আম্লিক সরকারে এহেন উদাহরন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের মাথায় থাকা উচিত। কর্মফল ভোগ ব্যতিত কারোরই নিস্তার নেই।
সুন্দর লেখেছেন শুভ কামনা রইল