বলছি শুনো একটি বাংলা কমিউনিটি ব্লগ। কমিউনিটি ব্লগ মানেই সবার জন্য উন্মুক্ত। যে কেউ এখানে লিখতে পারেন যদি তার লেখা মানসম্মত হয়। উন্মুক্ত মতামত, কবিতা, বাণী, ইতিহাস, ইসলামিক আর্টিকেল নিয়ে লিখতে পারেন সহজেই।
যদি আপনি আগ্রহী হন, তাহলে নিম্নোক্তভাবে খুব সহজেই লেখা শুরু করতে পারেন:
নিবন্ধন প্রক্রিয়া:

যোগ দিন মেনুতে ক্লিক করুন।

ফেইসবুক/গুগল দিয়ে লগইন করুন বাটনে ক্লিক করুন। অনুমতি দিন। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে কিছু সময় দিন।যদি ফেইসবুক/গুগল দিয়ে রেজিস্ট্রেশন করতে না চান
আপনার প্রথম পোস্ট লেখার পালা
যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তারা জানেন ওয়ার্ডপ্রেস দিয়ে কত সহজেই একটি পোস্ট করা যায়। লগ ইন করার পর যে ড্যাশবোর্ডটি আপনি পাবেন তাতে Posts > Add New তে ক্লিক করুন। অথবা এই + (প্লাস) চিহ্নতে ক্লিক করে Post-এ ক্লিক করুন:

পরবর্তী ধাপগুলো ছবিতে দেখুন:

পাবলিশ বাটনে ক্লিক করার পর “সাবমিট ফর রিভিউ” বাটন আসবে। এটিতে ক্লিক করলেই পোস্টটি আমাদের কাছে চলে আসবে। আমরা পোস্টটি প্রকাশযোগ্য মনে করলে প্রকাশ করবো।
কোন পোস্ট প্রকাশিত হওয়ার পর সেটি এডিট করতে বা ডিলিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাই সাবমিট করার পূর্বে পোস্টটি ভালো করে দেখে নিন। যদি কোন ব্লগারের একাধিক মানসম্মত লেখা প্রকাশিত হয়, তাহলে তিনি তার পোস্ট সরাসরি পাবলিশ করার সুযোগ পেতে পারেন।
শুভ ব্লগিং।
সংযোজন: আমাদেরকে ইমেইল করেও লেখা পাঠাতে পারেন। আমাদের ইমেইল এড্রেস:bolchishuno@gmail.com

ব্যবহারবিধি হচ্ছে, কিভাবে Bangla Kobita (বাংলা কবিতা) সাইট ব্যবহার করবেন তার বিস্তারিত উল্লেখপূর্বক নিয়মরিতী। কিভাবে আপনার কবিতা আমদের সাইটে আপলোড করবেন, আপনার নিজস্ব একটি ব্লগ তৈরী করবেন, কিভাবে কবিতার রিভিউজ বা আলোচনা তৈরী করবেন তার বিশদ বর্ণনা। এই পেইজটি আপনাকে আমাদের সাইট ব্যবহারের সম্পূর্ন গাইড লাইন প্রদান করবে।
যেভাবে সদস্য হবেন : যদি আমাদের সাইট ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে প্রথমেই আপনাকে আমাদের সদস্য পদ গ্রহন করতে হবে।
যেভাবে রেজিষ্ট্রেশন করবেন :
ক. লগ ইন মেনুতে ক্লিক করুন।
খ. ফরমের প্রতিটি অপশন পূরন করে রেজিষ্টার বাটনে ক্লিক করুন।
গ. আপনার ইমেইলে একটিভ নোটিফিকেশন যাবে। (বি.দ্র. যদি সরাসরি ইমেইলে মেসজে না পেয়ে থাকেন, ট্রাশ অপশনে পাবেন।)
ঘ. একটিভ বাটনে ক্লিক করলেই আপনার রেজিষ্ট্রেশন কম্পিলিট এবং আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড দৃশ্যমান হবে।
যেভাবে প্রোফাইল আপডেট করবেন :
ক. যোগ দিন মেনুতে ক্লিক করুন।
খ. ইউজার আইডি বা ইমেইল আইডি লিখুন।
গ. পাসওয়ার্ড দিন।
ঘ. টপবারের ডানপাশে আপনার নাম দৃশ্যমান হবে। সেখানে ক্লিক করুন।
ঙ. আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড উপস্থিত হবে।
চ. প্রয়োজন মতো ঘরগুলো পূরন করে আপডেট প্রোফাইল এ ক্লিক করুন। (মনে রাখবেন, প্রোফাইল পিকচার এবং কভার সংযোজন করুন।
ব্যাস, হয়ে গেলো আপনার প্রোফাইল আপডেট।
যেভাবে পোষ্ট/আর্টিকেল আপলোড করবেন :
ক. লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
খ. ইউজার আইডি বা ইমেইল আইডি লিখুন।
গ. টপবারের বাপাশে (+ New) সাইনে ক্লিক করুন।
ঘ. Post এ ক্লিক করুন
ঙ. Add New Post ঘরে আপনার আর্টিকেলের Title দিন।
চ. নিচের ঘরে আপনার আর্টিকেল লিখা শুরু করুন। অথবা এমএসওয়ার্ড থেকে বা আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনার আর্টিকেল কপি করে এনে এখানে পেষ্ট করুন।
ছ.ডানপাশের Set Featured Image এ ক্লি ক করে ছবি সংযোজন করুন।
জ. সর্বশেষ Publish বাটনে ক্লিক করলেই আপনার আর্টিকেল সাইটে পাবলিশ হয়ে যাবে।
যত ইচ্ছা আর্টিকেল পাবলিশ করুন।
আরো জানুন :
:: আমাদের কথা
:: যোগাযোগ করুন
:: সচরাচর জিজ্ঞাস্য
ব্লগ সংক্রান্ত সাধারন প্রশ্নোত্তর
প্র: ব্লগ কি ?
উ: ব্লগ একটি খুবই ফ্লেক্সিবল আর্টিকেল লিখার মাধ্যম। যেখানে লিখার পাশাপাশি ছবি, ভিডিও সংযোজন করা সম্ভব। এতে ডায়রী লেখার মত ব্যবসা সংক্রান্ত ভাবনা, অভিজ্ঞতা, অপরের সাথে শেয়ার করতে পারেন। অন্যের আর্টিকেল বা ছবির উপর আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারেন। একটি আর্টিকেল বা আপনার বিজনেস নিয়ে নিয়ে অনেকের সাথে কথোপকথন শুরু করতে পারেন।
সহজেই হয়ে উঠুন ব্লগার!
প্র: আর্টিকেল লিখা বা পাবলিশ করার জন্য কি বারবার লগইন করতে হয়?
উ: জ্বি। তবে যে মাধ্যম থেকেই (কম্পিউটার/মোবাইল) লগইন করুন না কেন Remember me অপশন সিলেক্ট করে দিলে প্রতিবারে আর আপনাতে লগইন করতে হবেনা। তখন সহজেই আর্টিকেল টাইপ এবং কমেন্টস্ করতে ইজি হবে।
প্র: প্রতিষ্টানের নামে আর্টিকেল পাবলিশ করতে কি করতে হবে?
উ: রেজিষ্ট্রেশনের সময় First Name এর স্থানে আপনার প্রতিষ্টানের নাম লিখুন Second Name ঘরটি খালি রাখুন।
প্র: কিভাবে ব্লগ তৈরি করবো?
উ: রেজিষ্ট্রেশন করলেই একটি ব্লগ তৈরি হয়ে যায়। আর্টিকেল লিখুক আর নাই লিখুক। তবে আমরা আশা করবো ব্লগ তৈরির পরে আবশ্যই আর্টিকেল রচনা করবেন। আপনার ব্লগ খালি থাকলে 30 দিনের মধ্যে আমরা তা সরিয়ে ফেলবো।
প্র: নিজের প্রতিষ্টানের নামের আর্টিকেল কিভাবে খুঁজে পাবে?
উ: বিজনেস কমিউনিটি সেকশন থেকে নিজ প্রতিষ্টানের ব্লগ খুঁজলেই পেয়ে যাবেন।
প্র: ব্লগের জন্য কি কভার ফটো জরুরী?
উ: ব্যবসা প্রতিষ্টানের পরিচিতি তুলে ধরার জন্যেই এই ব্লগ। সুতরাং আপনার প্রতিষ্টানের কভারফটো বা প্রোফাইল পিকচার অতি জরুরী। আপনার কি ধরনের ব্যবসা প্রতিষ্টান তা আপনার কভার ফটোতে ফুটে ইঠবে। একটি সুন্দর ছবি আপনার আর্টিকেল পাঠে পাঠককে আকৃষ্ট করবে। আপনার ভিউ বেশি হবে।
প্র: আমার আর্টিকেল কতজন পাঠক পড়েছেন তা জানবো কিভাবে?
উ: আপনাপ আর্টিকেল টাইটেলের নিচে আই (Eye) চিহ্নিত আইকোন দৃশ্যমান আছে। সেখান পাঠকের সংখ্যা শো করবে।
প্র: ইউজার নেম কি?
উ: ইউজার নেম হচ্ছে ব্লগে প্রবেশ করার জন্য আইডি। এখানে আপনার ই-মেইল আইডি দিলেই বেটার। তাহলে সাইন ইন করতে সুবিধে হবে।
প্র: আমার কোনো ব্যবসা প্রতিষ্টান নাই কিন্তু আমি বিজনেস সংক্রান্ত আর্টিকেল লিখতে চাই, তা কিভাবে সম্ভব?
উ: রেজিষ্ট্রেশন করুন এবং আপনার নিজের নামেই আর্টিকেল আপলোড করুন।
প্র: কিভাবে অন্যের ব্লগে মন্তব্য করবো?
উ: সব ব্লগ পোস্টের নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে মন্তব্য করতে পারবেন।
প্র: ব্লগে রেজিষ্ট্রেশনের পরে কিভাবে ব্লগ অ্যাকটিভেট করবো?
উ: রেজিষ্ট্রেশন করার সাথে সাথেই আপনার দেয়া ই-মেইলে একটি নোটিফিকেশন পাবেন। সেখান থেকে Active Your Account এ ক্লিক করলেই আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড দৃশ্যমান হবে। অর্থাৎ আপনার রেজিষ্ট্রেশন কমপ্লিট। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমেই আপনার ব্লগ চালু হবে। আপনি যদি ব্লগ অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইল চেক করুন। আর যদি কোথাও না পান তাহলে showkatbd2022@gmail এ আমাদের মেইল করুন।
প্র: ব্লগে রেটিং কি?
উ: রেটিং হচ্ছে কোনো আর্টিকেল নিয়ে মূল্যায়ন করা। আপনি কোনো আর্টিকেল পছন্দ করলে তার মূল্যায়ন করবেন এই রেটিং এর মাধ্যমে। এটি একটি এই ব্লগ ইউজার কর্তৃক রেংকিং সিস্টেম। এটি ব্যবহারের জন্য আপনাকে সাইনইন থাকতে হবে এবং প্রত্যেকটি পোস্টের পরেই আপনি এই রেটিং সিস্টেমটি দেখতে পাবেন।
প্র: আর্টিকেল কিভাবে শেয়ার করবো?
উ: আর্টিকেলের শেষের দিকে “SHARE” সেকশনে যেসব প্লাটফর্মে শেয়ার করতে চান, সেই বাটনের উপর ক্লিক করে কাংখিত মিডিয়াতে শেয়ার করুন।
আরো জানুন :
:: আমাদের কথা
:: যোগাযোগ করুন
:: সচরাচর জিজ্ঞাস্য
কবির অধিকার
বাংলা কবিতার একজন নিবন্ধিত কবি হিসেবে যে কোন কবিতা প্রকাশের ক্ষেত্রে কবিদেরও বেশ কিছু অধিকার আছে। বাংলা কবিতা আপনাদের সকল অধিকার সব সময় সংরক্ষণ করে এবং সম্মান করে।
১. পোস্ট সংক্রান্ত
১.১ বাংলা কবিতায় প্রকাশিত সকল কবিতার স্বত্ব কবির নিজের। বাংলার কবিতা কর্তৃপক্ষ প্রকাশিত কবিতার স্বত্ব দাবি করে না। এখানে প্রকাশিত যে কোন কবিতা, কবি অন্য যে কোন জায়গায় প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রাখে। সেটা নিজের ব্যক্তিগত ব্লগ, সামাজিক ওয়েব সাইট হোক অথবা অন্য যে কোন জায়গায়ই হোক। অন্য জায়গায় প্রকাশ করলে , ‘Many More in one’ লিখে লিংক করে আপনার কবিতার গুরুত্ব বৃদ্ধিপাবে। ভিউ বেশি হবে।
১.২ প্রকাশিত কবিতার সম্পূর্ণ স্বত্ব কবির হলেও; বাংলা কবিতা কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে বাংলা কবিতার অন্য কোনো সংস্করণ বা মাধ্যমে কবির অনুমতি সাপেক্ষে প্রকাশ করা হতে পারে। তবে সেটা সংশ্লিষ্ট কবিকে জানিয়েই করা হবে।
২. মন্তব্য সংক্রান্ত
২.১ শুধু মাত্র নিবন্ধনকৃত সদস্যদের মন্তব্যের অধিকার সংরক্ষিত হবে। নিবন্ধন ছাড়া কোন মন্তব্যের অধিকার বাংলা কবিতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে না।
২.২ মন্তব্যের সকল অধিকার সদস্যের নিজের। নিজের মন্তব্য সম্পাদন বা মুছে ফেলার পূর্ণঅধিকার সদস্যের নিজের।
২.৩ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব মূলপোস্টকৃত সদস্যের নিজের।
৩. অধিকার পরিবর্তন
৩.১ বাংলা কবিতার সদস্য অধিকার পরিবর্তনশীল। সময়ের প্রয়োজনে এক বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন বা সংযোজন করা হতে পারে। তবে লক্ষ্যরাখা হবে তা কখনই যেন কোন সদস্যের মূল অধিকার খর্ব না করে। অধিকারের বড় ধরনের কোন পরিবর্তন হলে তা ঘোষনা দিয়ে জানিয়ে দেয়া হবে।
কপিরাইট

কপিরাইট ভঙ্গের অভিযোগ / পরামর্শ / যোগাযোগ /
এই পাতাটি আপনাদের অভিযোগ, অনুযোগ, অনুরোধ এবং দাবী-দাওয়া পেশের জন্য। কর্তৃপক্ষ সরাসরি জবাব দেবে এবং যত দ্রুত সম্ভব আপনার সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। সকল কবিরা চাইলে উক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন। Hs-07, Road-06, Sector-12, Uttara, Dhaka-1230. Contact : 01783989949, E-Mail : showkatbd2022@gmail.com
অথবা অনলাইনে কোনো জিজ্ঞাসা বা আপনি যদি মনে করে থাকেন যে এই ওয়েবসাইটে প্রদর্শিত কোনো কবিতা, কবিতা বিষয়ক লেখা, অথবা অন্য যেকোনো তথ্য আপনার কপিরাইট অধিকার ভঙ্গ করেছে, তাহলে নিচের ফরমটি পূরণ করে এব্যাপারে আমাদের বিস্তারিত জানান। আপনার অভিযোগ পাওয়ার পর যতো দ্রুত সম্ভব তা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিজ্ঞাসিত প্রশ্ন
বাংলা কবিতা সংক্রান্ত সাধারন প্রশ্নোত্তর
প্র: বাংলা কবিতা কি ?
উ: বিশ্বের সকল বাংলা ভাষা ভাষি কবিতাপ্রেমীর কবিতা প্রচারের এক উন্মুক্ত প্লাটফর্ম।
প্র: কবিতা লিখা বা পাবলিশ করার জন্য কি বারবার রেজিষ্ট্রেশন করতে হয়?
উ: না। রেজিষ্ট্রেশন একবারই করতে হয়। তবে লগইন করে কবিতা টাইপ করতে হয় বা কমেন্টস্ মডারেশন করতে হয়।
প্র: কতটি কবিতা প্রচারের পরে একজন কবির একটি ব্লগ তৈরি হয়?
উ: রেজিষ্ট্রেশন করলেই একজন কবির নিজস্ব একটি ব্লগ তৈরি হয়ে যায়। কবিতা লিখুক আর নাই লিখুক। তবে আমরা আশা করবো ব্লগ তৈরির পরে আবশ্যই কবিতা রচনা করবেন। আপনার ব্লগ খালি থাকলে 30 দিনের মধ্যে আমরা তা সরিয়ে ফেলবো।
প্র: একজন কবি কিভাবে তার নিজের কবিতা খুঁজে পাবে?
উ: কবি ও কবিতা সেকশন থেকে নিজ নামের ব্লগ খুঁজলেই পেয়ে যাবেন।
প্র: ব্লগের জন্য কি কভার ফটো জরুরী?
উ: কবি হিসেবে আপনার পরিচির জন্য আপনার পছন্দ মতো কভার ফটো সংযোজন জরুরী। আপনি কি ধরনের কবিতা উপহার দিচ্ছেন তা আপনার কভার ফটোতে ফুটে ইঠবে। একটি সুন্দর ছবি আপনার কবিতা পাঠে পাঠককে আকৃষ্ট করবে। আপনার ভিউ বেশি হবে।
প্র: আমার কবিতা কতজন পাঠক পড়েছেন তা জানবো কিভাবে?
উ: আপনার কবিতার টাইটেলের নিচে আই (Eye) চিহ্নিত আইকোন দৃশ্যমান আছে। সেখান পাঠকের সংখ্যা শো করবে।
প্র: ইউজার নেম কি?
উ: ইউজার নেম হচ্ছে ব্লগে প্রবেশ করার জন্য আইডি। এখানে আপনার ই-মেইল আইডি দিলেই বেটার। তাহলে লগ ইন করতে সুবিধে হবে।
প্র: আমি আমার নাম প্রচারে ইচ্ছুক নই, সেক্ষেত্রে কি করনীয়?
উ: ছদ্ম নামে লিখুন। তবে রেজিষ্ট্রেশনের জন্য অবশ্যই একটি ভেলিড ই-মেইল প্রয়োজন। কেননা আপনার ব্লগ এক্টিভ করার জন্য আপনি একটি এক্টিভেশন ই-মেইল পবেন। এক্টিভেশন ইমেইল না পেলে ব্লগ এক্টিভ হবে না। আপনি কবিতা পাবলিশ করতে পারবেন না। এটি পরবর্তীতেও কার্যকরী থাকা জরুরি কারণ বাংলা কবিতা থেকে বিভিন্ন সংবাদ ও আপডেট জানানো হবে ঐ ইমেইলে। এছাড়াও আপনার কবিতার উপর বিভিন্ন মন্তব্য হলে তা মেইল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।
প্র: কিভাবে অন্যের কবিতায় মন্তব্য করবো?
উ: সব কবিতার নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে মন্তব্য করতে পারবেন।
প্র: ব্লগে সাইন আপের পরে কিভাবে ব্লগ অ্যাকটিভেট করবো?
উ: সাইন আপ করার সাথে সাথেই আপনার দেয়া ই-মেইলে একটি নোটিফিকেশন পাবেন। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমেই আপনার ব্লগ চালু হবে। আপনি যদি ব্লগ অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইলও চেক করুন। আর যদি কোথাও না পান তাহলে showkatbd2022@gmail এ আমাদের মেইল করুন।
প্র: রেটিং কি?
উ: রেটিং হচ্ছে কোনো কবিতা নিয়ে মূল্যায়ন করা। আপনি কোনো কবিতা পছন্দ করলে তার মূল্যায়ন করবেন এই রেটিং এর মাধ্যমে। এটি ব্লগ ইউজার কর্তৃক রেংকিং সিস্টেম। এটি ব্যবহারের জন্য আপনাকে লগইন থাকতে হবে এবং প্রত্যেকটি কবিতার পরেই আপনি এই রেটিং সিস্টেমটি দেখতে পাবেন।
প্র: কবিতা কিভাবে শেয়ার করবো?
উ: কবিতার শেষের দিকে “SHARE” সেকশনে যেসব প্লাটফর্মে শেয়ার করতে চান, সেই বাটনের উপর ক্লিক করে কাংখিত মিডিয়াতে শেয়ার করুন।